Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

 

প্রখ্যাত ব্যক্তিত্ব

নাম ও ছবি

পরিচয়

কৃতি সমূহ

মোঃ লুৎফর রহমান

মোবাঃ ০১৭১৯-৬৭৭৬৪০

লুৎফর রহমান :--

 

কবি,গল্পকার,উপন্যাসিক,ছড়াকার ও ইতিহাস লেখক লুৎফর রহমান বাংলাদেশে দিনাজপুর জেলার চিরির বন্দর থানাধীন রানীপুর গ্রামে সন ১৩৫৫ সালের ২২ ফাল্গুন মাতুলালয়ে জন্মগ্রহণ করেন,(জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ০২/০৮/১৯৪৮)। পিতা: শাহ নিয়ামত উল্লাহ, মাতা: বেগম লুৎফুন্নেসা। শিক্ষাজীবনে তিনি এই অঞ্চলের একজন স্বনামধন্য ফুটবল খেলোয়োড় ছিলেন। ছাত্রজীবন থেকেই সাহিত্যের প্রতি অনুরাগী। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। স্থানীয়ভাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে সারাজীবন সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ব্যক্তি জীবনে এক পুত্র ও তিন কন্যার জনক। পেশাগত জীবনে ব্যবসায়ী। অবসরে সাহিত্য চর্চা করেন।

তার জনপ্রিয় এই লেখক প্রতিভার স্বীকৃতি স্বরূপ দুই বাংলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক পদক ও সাহিত্য সম্মাননা পেয়েছেন। তাঁর কাব্যগ্রন্থ: 'কাব্য তৃষ্ণা', 'পানকৌড়ি, 'নজরুল যুগলবন্দী' ও 'লাল সবুজের অন্তরালে', গল্প গ্রন্থ: 'সুখ পাখির ডাক' এবং উপন্যাস 'বোবা নদী বোবা কান্না' প্রকাশিত হয়েছে। সম্পাদিত গ্রন্থ: 'প্রজন্মের ধুমকেতু', 'পারাবার', 'সাঁকো', এবং 'ঢেউ' পাঠক সমাজে সমাদৃত হয়েছে। এছাড়া তাঁর লেখা ছড়া ,কবিতা,গল্প ও প্রবন্ধ দুই বাংলার অসংখ্য পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। বর্তমানে তিনি 'রাণীর বন্দরের ইতিহাস' লেখার কাজ শেষ করেছেন এবং প্রকাশের অপেক্ষায় আছে। তাঁর একটি গল্প গ্রন্থ 'সোনার খাঁচা', একখানি কাব্য গ্রন্থ 'তবুও তুমি আছো' এবং ছড়ার বই 'ছন্দ ছড়ায় সন্ধ্যা গড়ায়' আশাকরি খুব শীঘ্রই প্রকাশিত হবে। অসামান্য প্রতিভার জন্য এই এলাকার মানুষ তাঁকে নিয়ে গর্ববোধ করে।